নিউজ ডেস্ক:
২৩ টি লাইনে টিকিট দেওয়া শুরু হয়েছে ঈদ যাত্রার শেষ দিন ৩১ আগস্টের টিকিট। মঙ্গলবার সকাল ৮ টা থেকে দেওয়া হচ্ছে ৩১ আগস্টের ৩১ টি আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট।
সারাদিন দেওয়া হবে প্রায় ২৬ হাজার টিকিট।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, সারাদিনে প্রায় সাড়ে ২৬ হাজার টিকিট বিক্রি হবে। এছাড়া অন্যান্য চলতি ট্রেন মিলিয়ে টিকিট বিক্রি হবে ৫০ হাজার।
মোট টিকিটের ৬৫ শতাংশ দেওয়া হচ্ছে কাউন্টার থেকে। বাকি ৩৫ শতাংশের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে। ৫ শতাংশ ভিআইপি ছাড়াও রেল কর্মকর্তা-কমচারীদের জন্য বরাদ্দ রয়েছে ৫ শতাংশ।
ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ২ লাখ ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী আনা নেওয়া করবে রেলওয়ে।
ঈদ উপলক্ষে আসছে ২৯ থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পর ৩ থেকে ৯ সেপ্টেম্বর সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, পার্বতীপুর এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে যাত্রী পরিবহন করবে এসব বিশেষ ট্রেন।
শোলাকিয়া ঈদগায় যাতায়াতের জন্য ঈদের দিন ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে দু’টি ট্রেন চালানো হবে।