শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম

শুভ, ইবি প্রতিনিধি:

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসা হয় পবিত্র, ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ।

আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারে সকলেই। একই সাথে চলবে উপহার আদান-প্রদান।

ভালোবাসা দিবসে শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার আজকের এই দিনে একসঙ্গে সময় কাটাবেন। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভালোবাসা দিবসে বাঙালি মনে যেন ভালোবাসার নতুন রূপ প্রকাশ পায়।

তাই তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চত্বরে সমাগম হয়েছে ভালোবাসার মানুষ গুলোর । ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছাড়াও আগমন ঘটেছে বহিরাগতদের। তাদের পরনে লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় ভালোবাসার দিনটি যেন বর্ণিল রঙে রঙিন হয়ে উঠেছে।
এসময় কেউ শহীদ মুগ্ধ সরোবরে মেতে উঠেছেন খোস গল্পে আবার কেউ ঝাল চত্বরে আড্ডা দিচ্ছেন চায়ের কাপ হাতে নিয়ে।

ভালোবাসা দিবস উপলক্ষে নিজের অনুভূতি ব্যক্ত করে “অপরিচিতা” (ছন্দনাম) বলেন, আমি মনে করি ভালোবাসার আলাদা দিন হয়না। আমরা তো রোজই সবার মাঝে নানারকম ভাবে ভালোবাসা ছড়াই। তবে দৈনন্দিন জীবনে আমরা নানান রকম কাজে ব্যস্ত থাকি যার কারণে হয়তো নিজের ভালোবাসার মানুষকে বিশেষ অনুভব করানো বা একটু বেশি সময় দেওয়া হয়ে ওঠেনা। ফলে এই ভালোবাসা দিবসে সবাই সবার প্রিয় মানুষের জন্য আলাদা করে ভাবে। কাজের ব্যস্ততায় সারা বছর যা করা হয়না তা হয়তো এই দিনে একটু করার চেষ্টা করা হয়। এতে নিজেদের মধ্যে বোঝাপড়া বা সম্পর্ক হয়তো আরও একটু মজবুত হয়। আমার মনে হয় ভালোবাসা মাঝে মাঝে প্রকাশ করা খুব দরকার হয় আর এই দিনটি তার জন্য একদম উপযুক্ত। তবে শুধু প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী নয় ভালোবাসার মানুষ আরও অনেকে আছে যেমন মা , বাবা, ভাই বোন, সন্তান, বন্ধুবান্ধব। সর্বোপরি বিশ্ব মানব, সাথে যত প্রাণী,সম্পদ আছে এই পৃথিবীতে তাদের সকলের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার দিন এই বিশ্ব ভালোবাসা দিবস।

একই সাথে অনুপম (ছন্দনাম) বলেন, ভালোবাসা দিবসের দিনে যে ভালোবাসা যে বেশি প্রকাশ পায় তা কিন্তু নয়। ভালোবাসা বেশি অনুভব করা যায় নিজের ক্রান্তিকালে। যে ভালোবাসে সে কোনো দিনক্ষণ দেখে ভালোবাসবে না যেমন মা-বাবা। আমিও অতীতে একজনের সাথে সম্পর্কে আবদ্ধ ছিলাম। যদিও আজ তার সাথে যোগাযোগ নেই কিন্তু তার প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। ভালোবাসার মধ্যে যদি কোনো খারাপ লাগা আসে তাহলে মনে করতে হবে তারা কোনোদিন একেঅপরকে ভালোই বাসেনি হয়তো শুধু ভালোলাগা ছিল। কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তাকে আগলে রাখার। পরিশেষে ভালোবাসার মধ্যে যে সত্যতা ও সৌন্দর্য তা বজায় থাকুক এবং সুন্দর ও সত্য ভালোবাসা পরিপূর্ণ পাক এই কামনাই করি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular