নিউজ ডেস্ক:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলা বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র শাহিনুর রহমান শাহিনকে সভাপতি এবং একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র জুয়েল রানা হালিমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার বেলা ৩টার দিকে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ৯ দিন পর এ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।