ইতালিতে মহিলা আওয়ামী লীগের স্মরণ সভা !

0
31

নিউজ ডেস্ক:

শোকাবহ আগষ্ট বাঙ্গালীর জীবনে এক বেদনাবিধুর কালো অধ্যায়। ১৫ আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যা, ২১ শে আগষ্ট দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসহ শত শত নেতাকর্মীকে হতাহত করেছে স্বাধীনতাবিরোধী চক্র।

শোকবহ আগষ্টে সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও স্মরণ সভার মধ্য দিয়ে হতাহতদের স্মরণ করেছে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নয়না আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামীমা পপির সঞ্চালনায় ২৫ আগষ্ট অনুষ্ঠিত হয় স্মরন সভা ও দোয়া মিলাদ। সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলি আহাম্মদ ঢালী, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগেরসহ সভাপতি হাবীব চৌধুরী, জসিম উদ্দিন জসিম, আব্দুর রউফ ফকির, গাজী আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার।

সভায় বক্তারা বলেন, আগষ্ট এলেই আমাদের বুক বেদনায় ভরে যায়। এই আগষ্টে আমরা হারিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই আগষ্টেই হায়েনারা হত্যা করতে চেয়েছিল আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভয়ঙ্কর গ্রেনেড হামলায় হত্যা করেছে ১৯জন দলীয় নেতাকর্মীকে।

তারা আরো বলেন, আমরা সর্বদা ভয়ে থাকি এই স্বাধীনতা বিরোধী চক্র আবার কোন ষড়যন্ত্রের জাল বোনে আগষ্ট ঘিরে। তাই আমাদের স্বজাগ থাকতে হবে সকল ষড়যন্ত্রেরে বিরুদ্ধে। নেতৃবৃন্দ বলেন যে সকল আওয়ামী লীগ নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এই শোকের মাসে আনন্দভ্রমেন গিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্মরণ সভা শেষে বিশেষ দোয়া মোনাজাতের ব্যবস্থা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন।