নিউজ ডেস্ক:
ইউরোপ আওয়ামী লীগ সদস্যদের ডিজিটাল আইডি কার্ড দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সকল সদস্যদের ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে ইউরোপ আওয়ামী লীগ সদস্যদের আইটি বিশেষজ্ঞদের নিয়ে প্রাথমিক বৈঠক সম্পন্ন হয়েছে।
বারকোড সম্বলিত আইডি কার্ড স্ক্যান করার সাথে সদস্যের সকল তথ্য স্ক্রিনে দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.গনি জানান, সকল দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনের রেফারেন্স সম্বলিত সদস্য ফরম ইউরোপ আওয়ামী লীগের নিকট পাঠাতে হবে। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে ইউরোপ আওয়ামী লীগের ইলেক্ট্রনিক ডাটাবেজ সম্পন্ন হবে হবে বলে আশা করছি।