নিউজ ডেস্ক:
ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরিসহ সব রকম নৌযান চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানান পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম। এর আগে তিনি জানান, ঘন কুয়াশায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
সামছুল আলম বলেন, ভোর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এ কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কমে যাওয়ায় ৯টার দিকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।