আলমডাঙ্গায় ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় সরকারি স্কুলমাঠে ক্রীড়া প্রতিযোগিতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিখতে হবে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং ছেলে-মেয়েদের খারাপ কাজ থেকে ভালো পথে নিয়ে আসে। এ জন্য শরীর সুস্থ রাখতে ও মনকে ভালো করতে খেলাধুলা শিখতে হবে।’পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কাবাডিতে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয় টিম রানার্সআপ হয়। এছাড়াও দাবা, সাঁতারসহ বালক ও বালিকাদের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক আবু তৈয়ব, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, আব্বাস আলী, নুরুল ইসলাম দিপু, আবুল কাশেম, সিদ্দিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল লতিফ, ক্রীড়া শিক্ষক সিদ্দিক আলী, মহসীন কামাল প্রমুখ।