আয়ারল্যান্ডের কিলদারে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

0
4

আয়ারল্যান্ডের কাউন্টি কিলদারে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব উদযাপন করেছে অল আয়ারল্যান্ড বাঙালি কমিউনিটি। রোববার (১৭ নভেম্বর) কাউন্টি কিলদারের একটি সেন্টারে অনুষ্ঠিত এ উৎসব প্রবাসী বাঙালিদের মধ্যে আনন্দ ও দেশীয় সংস্কৃতির স্বাদ নিয়ে আসে।

উৎসবে প্রবাসী বাঙালিরা বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা খাওয়ার আনন্দ এবং সাংস্কৃতিক পরিবেশনা প্রবাসীদের যান্ত্রিক জীবনে নির্মল সময় এনে দেয়। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশি ঐতিহ্য তুলে ধরতে এবং প্রবাসীদের মধ্যে দেশীয় কৃষ্টি-কালচারের স্বাদ পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়।

উৎসবে প্রায় ৩০ থেকে ৪০ রকমের পিঠা পরিবেশন করা হয়। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পিঠা খাওয়ার ব্যবস্থাপনা ছিল। অংশগ্রহণকারীরা পরিবারের সদস্যদের সঙ্গে পিঠার স্বাদ উপভোগ করেন এবং বাঙালির শীতকালীন ঐতিহ্যবাহী উৎসবের আবহে মুগ্ধ হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অল আয়ারল্যান্ড বাঙালি কমিউনিটির সভাপতি ডা. জিনু রাইন জায়গীরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আকতার হোসাইন এবং কাউন্টি কিলদারে বাঙালি কমিউনিটির সভাপতি আবুল কাশেম। এছাড়াও তানজিম উদ্দিন, কামরুল খান, আরাদ, মুমিন, মানিক, আনিস, তমাল, এবং মাসুকসহ অনেক প্রবাসী বাঙালি নেতারা অংশগ্রহণ করেন।

দেশ থেকে দূরে থাকলেও এমন আয়োজন প্রবাসীদের মধ্যে বাংলাদেশি সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তাদের শিকড়ের সঙ্গে যোগাযোগ অটুট রাখতে এবং সন্তানদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে সহায়তা করে।

উৎসবটি প্রবাসী বাঙালিদের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।