বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আমেরিকা আগ্রাসন চালালে পরমাণু হামলা করবে উত্তর কোরিয়া !

নিউজ ডেস্ক:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন রণতরী এখন উত্তর কোরিয়া অভিমুখে। এর জবাবে তিন বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স এ খবর প্রকাশ করেছে। কেসিএনএ জানিয়েছে, আমেরিকা কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করলে পরমাণু হামলা করবে উত্তর কোরিয়া।

সম্প্রতি সিরিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা। তাৎক্ষণিক সে হামলার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় উত্তর কোরিয়া।

এদিকে, এক মার্কিন শীর্ষ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, সিরিয়ায় মতো উত্তর কোরিয়াতেও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, মার্কিন নৌবহরের গতিমুখ ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন যুদ্ধ করতে চায়। ওরা যেমন চায় তেমনই যুদ্ধ করবে পিয়ংইয়ং।

Similar Articles

Advertismentspot_img

Most Popular