নিউজ ডেস্ক:
আমেরিকায় ফ্লোরিডার ওয়েস্টপাম বিচের রয়েল পাম পার্কে ৯ এপ্রিল পালন করা হয় বাংলা বর্ষবরণ উৎসব-১৪২৪। দিনব্যাপী উৎসবের শুরুতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নানা রঙের নানা বর্ণের মুখোশ-ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো মঙ্গল শোভাযাত্রা প্রবাসে বসবাসরত বাঙালিরা সপরিবারে অংশ নেন। ঢোল আর মাদলের তালে তালে নেচে গেয়ে আনন্দ করে। প্রাণবন্ত হয়ে উঠে পুরো বর্ষবরণ উৎসব।
মঙ্গল শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীরা সমবেত কণ্ঠে বাংলার পঞ্চ কবির গান, লোক সঙ্গীত ও দেশের গান পরিবেশন করেন। তাদের পরিবেশনা অনুষ্ঠানে আগতদের মুগ্ধ করে এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নেন দেশের প্রখ্যাত সুরকার ও গায়ক শওকত আলী ইমন, জনপ্রিয় শিল্পী আবিদা সুলতানা ও রফিকুল ইসলাম। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন এ প্রজন্মের শিল্পী আলিফ আলাউদ্দীন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক, ৩১তম ফোবানা সম্মেলনের কনভেনার এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ, ড. সুলতান সালাউদ্দীন, তামান্না আহমেদ, আনোয়ার খান দীপু, মোহাম্মদ মুজিব উদ্দীন, সরকার হারুন, জে আলম টিপু, চিত্রা সুলতানা, তাহমিদা রিমা, সাকিয়া রহমান, বাতেন মিয়া, রনি, নীলা, শায়না, তাজরি, রুবি. আওলাদ, অনীক, মোফাজ্জল, সাজ্জাদ, অর্নব রকি প্রমুখ।