বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আমাদের সম্পর্ক দারুণ: ট্রাম্প

নিউজ ডেস্ক:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন প্রেসেডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ঠিক কী কথা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দুতার্তের সঙ্গে কথার পরে ছবি তোলার সময়ে সাংবাদিকরা দুই প্রেসিডেন্টকে মানবাধিকার প্রসঙ্গে প্রশ্ন করলেও তাতে পাত্তা দেননি দুই নেতা।

দুতার্তে পরিস্কার জানিয়ে দিলেন, এসব শুনব না। এটা সাংবাদিক বৈঠক নয়। দ্বিপাক্ষিক বৈঠক। ’ আর ট্রাম্পের দাবি, আমাদের সম্পর্ক দারুণ। ভালো আলোচনা হয়েছে।

হোয়াইট হাউস প্রেস সচিব সারা স্যান্ডার্স বলেন, আইএস, মাদক পাচার নিয়ে আলোচনা হয়েছে। ফিলিপাইনের মাদকের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে মানবাধিকারের প্রসঙ্গ কিছুটা ছুঁয়েছেন দুই প্রেসিডেন্ট।

মাদক নিয়ন্ত্রণের নামে দুতের্তে মানবাধিকারের তোয়াক্কা না করে অভিযুক্তদের যখন তখন ফাঁসিতে ঝুলিয়েছেন বা গুলি করে মারার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন সংগঠন আপত্তি করলেও কর্ণপাত করেননি দুতার্তে।
ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনায় মানবাধিকার প্রসঙ্গ ওঠে কী না, জানতে আগ্রহী ছিল বিশ্ব। বস্তুত দক্ষিণপন্থীদের আশা ছিল, দুতার্তেকে কড়া বার্তা দেবেন ট্রাম্প। তেমনটা হয়েছে বলে ইঙ্গিত মেলেনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular