নিউজ ডেস্ক:
অবশেষে ৪৮ দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য পদে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম আব্দুস সোবহানকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগেরও তিনি এক মেয়াদে উপাচার্য ছিলেন।
গতকাল রোববার বিকেলে রাট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ শেষ হওয়ায় গত ১৯ মার্চ থেকে এ দুটি পদ শূন্য ছিল। দেড় মাসেরও বেশি সময় পর উপাচার্য নিয়োগ দিলেও উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদে এখনো পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ৪ মে থেকে কোষাধ্যক্ষ পদটি শূন্য হয়।
ড. এম আব্দুস সোবহান এবার বিশ্ববিদ্যালয়ের ২৩তম উপাচার্য হলেন। এর আগে তিনি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২১তম উপাচার্য ছিলেন।
অধ্যাপক ড. এম আব্দুস সোবহান প্রাইম ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।