আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ আইএস জঙ্গি নিহত !

0
16

নিউজ ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে রোববার নিরাপত্তা বাহিনীর অভিযানে আইএস সন্ত্রাসী গ্রুপের নয় জঙ্গি নিহত ও অপর চারজন আহত হয়েছে। সোমবার স্থানীয় এক কমকর্তা একথা জানান। খবর সিনহুয়ার।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি সিনহুয়াকে বলেন, ‘আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্প্রতি খোগিয়ানি জেলায় জঙ্গি দমন অভিযান শুরু করেছে। এ অভিযান চলাকালে রোববার নিরাপত্তা বাহিনী ও আইএস যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আইএসের নয় জঙ্গি নিহত ও চারজন আহত হয়।’
ওই মুখপাত্র আরো জানান, গত কয়েকদিন ধরে খোগিয়ানি জেলায় অভিযান চালিয়ে অনেক গ্রাম জঙ্গি মুক্ত করা হয়েছে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।
আইএসের কাছ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।