আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা ইস্যু সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ শনিবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক এনগেজ করতে হবে। লিডারশিপ এবং এনগেজমেন্ট বাড়াতে হবে। দায়িত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
জাতীয় ঐক্যমত্য এবং সচেতনতা না থাকলে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব। সামনের বছর রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন হবে বলেও জানান উপদেষ্টা তৌহিদ হোসেন।
‘রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় সমস্যা। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে যোগ করতে হবে। অবশ্য নেগেশিয়েট করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে মায়ানমারের ওপর চাপ তৈরি করতে হবে’, যোগ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মির সাথে রাষ্ট্র হিসেবে সরকার সম্পর্কে রাখতে পারে না। আরাকান আর্মির সাথেও ইনফরমালি সম্পর্ক রাখতে হবে। রোহিঙ্গা নেতৃত্ব গড়ে ওঠা দরকার ছিল। সেটা না থাকায় অপরাধী নেতৃত্ব গড়ে উঠেছে। রোহিঙ্গা নেতৃত্বও গড়ে তুলতে হবে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐক্যমত্য গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য না থাকায় রোহিঙ্গা সমস্যা বেড়েছে। রাজনীতিবিদরা যদি জাতীয় এক্য গড়ে তুলতে পারে দেশের যে কোনো সমস্যা সমাধান সম্ভব।