আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ বৃটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রিপোর্ট বলছে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা সব তারই নির্দেশে হয়েছে। অতএব জাতিসংঘের এই রিপোর্টই প্রমাণ করে হাসিনা একজন ফ্যাসিস্ট।
মির্জা ফখরুল আরও বলেন, আমাদের প্রত্যাশা ভারত সরকার অবিলম্বে খুনি হাসিনাকে ফেরত দেবে এবং তাকে ও তার সহযোগিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।