ফ্যাসিবাদী আওয়ামীলীগকে বাংলার জমিনে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর উপজেলার ১৫৪টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ছাত্র একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত ‘‘স্বপ্নের মুরাদনগর, তরুন প্রজন্মের ভাবনা’’ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে পতনের মধ্যদিয়ে আল্লাহ তাদের বিচার করেছে, তাদের আরো বিচার হবে। এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে জালেম সরকার বিদায় নিয়েছে ঠিক কিন্তু এখন আমাদেরকে আরো একটা আন্দোলন করতে হবে, সেই আন্দোলন হলো সমাজের চাঁদাবাজ, দখলবাজ, মাদকের বিরুদ্ধে।
এ সময় জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কিছু ছাত্র প্রতিনিধিদেরকে ওমরাহ হজ করানোর ঘোষনা দিয়েছেন বিএনপির বর্ষীয়ান এই নেতা।
এ সময় তিনি মুরাদনগরের সকল দরিদ্র শিক্ষার্থীদের জন্য অর্ধকোটি টাকা দিয়ে একটি ফান্ড গঠনের ঘোষনা দিয়েছেন সাবেক এমপি কায়কোবাদ।
সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরফিন। এ সময় আরো বক্তব্য দেন, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, রাজশাহি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাধন, শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত ইসলাম নাহিদ, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সোনালি আক্তার, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়াম, মুরাদনগর মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ উল্লাহ ওমায়ের, ৮ম শ্রেনির শিক্ষার্থী হাফেজ কাজী আশরাফ ইবনে জুন্নুন, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমূখ।