আইরিশদের দেয়া ১৯৪ রানের টার্গেটে লড়ছে বাঘিনীরা

0
5

সিরিজের প্রথম ম্যাচে যেমন দুর্দান্ত ছিলেন বাংলাদেশের বাঘিনীরা, মিরপুরের চেনা উইকেটে তারা সেই ধারা অব্যাহত রেখেছেন দ্বিতীয় ম্যাচেও। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের আঁটসাঁট বোলিংয়ে আইরিশ নারীদের নাগালেই রেখেছেন বাংলাদেশের মেয়েরা।

শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার। আর বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ইনিংসের চতুর্থ ওভারে গ্যাবি লুইসকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার সারা ফোর্বসও খুব একটা সুবিধা করতে পারেননি।

এই সিরিজটি টাইগ্রেসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশীপে সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। এজন্যে দ্বিপাক্ষিক সিরিজে জয় খুব জরুরি। তাই বাংলাদেশও চাইছে সবকটি ম্যাচ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে।

উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন ৯ নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। সিরিজ বাকি আছে আর দুটি। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে। কাজটা তাই ভীষণ কঠিন।