নিউজ ডেস্ক:
আইপিএল টেন এর শুরুর দিনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের চার বিখ্যাত সাবেক ক্রিকেটার। যাদের ‘ফ্যাব ফোর’ বলা হত। সেই শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দ্র শেওয়াগ এবং ভিভিএস লক্ষ্মণকে সংবর্ধিত করা হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে। তাদের সঙ্গেই সংবর্ধনা দেওয়ার কথা ছিল আইপিএল-এর দশ বছরের ইতিহাসে আরও এক বিখ্যাত ভারতীয় ক্রিকেটারকে। তিনি রাহুল দ্রাবিড়। কিন্তু দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হওয়ায় তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
আইপিএল টেন-এর উদ্বোধনী অনুষ্ঠানের দিন সবার নজর কেড়ে নিয়েছেন এক রহস্যময়ী নারী। অ্যামি জ্যাকসন যখন মঞ্চে পারফর্ম করছেন, তখনই জায়ান্ট স্ক্রিনে ধরা হয় এক নারীকে। সঙ্গে সঙ্গেই সবার মনে কৌতূহলের ঝড় ওঠে। কে তিনি? অ্যামি জ্যাকসন ঢাকা পড়ে গিয়েছিলেন এই নারীর রূপ ও লাবণ্যে।
পরে জানা গেছে, এই রহস্যময়ী নারী নাম পূনম কউর লাল। তিনি হায়দরাবাদি মডেল এবং অভিনেত্রী। তামিল, তেলেগু ও মালায়লম ছবিতেও অভিনয় করেছেন পূণম। ২০০৬-এ ফিল্মে আত্মপ্রকাশ ঘটে পূণমের।
ফ্যাশন ডিজাইনিংয়ে ডিগ্রি রয়েছে পূনমের। কমল হাসান, মোহনলালের সঙ্গেও অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৮-এ বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছিল।
বুধবার আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান মোটেও মনোগ্রাহী হয়নি দর্শকদের। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা অ্যামি জ্যাকসনের পারফরম্যান্স থেকে মুখ ফিরিয়ে নেন। ঠিক সেই সময়ে জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে পূনমের মিষ্টি মুখ। কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। সেটাই হল আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে।