অ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে রিট খারিজ !

0
35

নিউজ ডেস্ক:

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা নিয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের বয়স ৬৭ বছর উত্তীর্ণ হলেও তার এ পদে থাকায় সংবিধান ও আইন অনুযায়ী কোনো বাধা নেই।’
আদালতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বয়স ৬৭ বছর উত্তীর্ণ হওয়ায় তার পদে থাকার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন ইউনুস আলী আকন্দ।