নিউজ ডেস্ক:
শিশুদের জন্য অস্ট্রেলিয়ার পার্থ শহরে বেবি স্পা সেন্টার খুলেছেন দুই ভারতীয় প্রবাসী কবিতা কুমার ও অনিতা ইয়াপ৷ শিশুদের স্বর্গরাজ্য এই স্পেশ্যাল স্পা সেন্টার৷
সেখানে শিশুদের জন্য রয়েছে বিশেষ বডি ম্যাসাজ এবং বিশেষ টাব৷ যেখানে বিশেষ লাইফ টিউবের সাহায্যে আরামে ভেসে থাকতে পারে শিশুরা৷ চাইলে টিউবে ভেসে ভেসে ঘুমাতেও পারে শিশুরা।
বাবা-মায়েরাও এখানেই নিজেদের সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন৷ অবসরে খেলাধুলা করার ব্যবস্থা রাখা হয়েছে এতে। অস্ট্রেলিয়ায় এমন উদ্যোগ এই প্রথম৷ আর তাতে বেশ ভালই সাড়া মিলছে৷ শিশুরাও বেশ পছন্দ করছে এটি।