অশালীন পোশাক পরায় বিচার বিভাগের কর্মচারীকে বরখাস্ত !

0
48

নিউজ ডেস্ক:

অশালীন পোশাক পরায় কেনিয়ায় বিচার বিভাগীয় এক কর্মচারীকে দুই সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে ওই নারী কর্মচারীকে একটি নোটিশও ধরিয়ে দেয়া হয়েছে।
যাতে বলা হয়েছে, বিচার বিভাগীয় স্থায়ী সচিবের সঙ্গে সাক্ষাতের সময় আপনি খুবই ছোট এবং আঁটসাঁট পোশাক করেছেন। যেটা বিচার বিভাগ এবং বৃহত্তরভাবে জনসেবামূলক প্রতিষ্ঠানের জন্য নেতিবাচক পরিচয় বহন করে।

ভুক্তভোগী ওই কর্মচারীর নাম রোজ মেরি নামুওয়াঙ্গা। গত জুলাই মাসে বেতন-ভাতা পাননি তিনি। তাই বিষয়টির ব্যাখ্যা চাইতে বিচার বিভাগীয় স্থায়ী সচিবের কাছে গিয়েছিলেন। তারপরই রোজ মেরির হাতে ওই নোটিশ ধরিয়ে দেয়া হয়।

সূত্র : আফ্রিকা নিউজ