নিউজ ডেস্ক:
১৮৬ গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ দেখিয়ে ৮ কোটি ৯ লাখ টাকা আত্মসাতের মামলায় ইসলামী ব্যাংকের সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুরা থেকে ইসলামী ব্যাংকের সুপারভাইজার নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়।
দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মশিউর রহমান বিষয়টি জানিয়েছেন।
মশিউর রহমান জানান, আসামি জালিয়াতির আশ্রয় নিয়ে ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুরের রায়পুরা শাখা থেকে ১৮৬ গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ দেখিয়ে ৮ কোটি ৯ লাখ ২১৯ টাকা ঋণ দেখিয়ে আত্মসাৎ করেন। ব্যাংকের অডিট টিম এ ঘটনার সত্যতা পায়। পরে অভিযোগটি দুদকে আসে। অনুসন্ধানেও ওই ঘটনার সত্যতা পাওয়ায় মামলা দায়ের করে দুদক।