অর্জিত দক্ষতা দেশের কাজে লাগানোর আহ্বান: শিক্ষামন্ত্রী !

0
20

নিউজ ডেস্ক:

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা দেশের কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শনিবার ঢাকার ব্যানবেইস সম্মেলন কক্ষে বাংলাদেশ শিক্ষা তথ্য ও প্রশিক্ষণ ব্যুরোতে (ব্যানবেইস) নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারিদের ’অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণার্থীদের সঠিকভাবে ও সততার সাথে নিজ দায়িত্ব পালনেরও আহ্বান জানান।

উপজেলা পর্যায়ে আইসিটি প্রশিক্ষণ ও ডিজিটাল সেবা প্রদানে উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্চ সেন্টার ফর অ্যাডুকেশনের (ইউআইটিআরসিই) ইউআইটিআরসিইগুলোর ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ১২৫টি উপজেলায় ইউআইটিআরসিই স্থাপন করা হয়েছে। আরো ১৬০টি উপজেলায় এটি স্থাপনের নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে।

ব্যানবেইসের পরিচালক মো. ফসিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কোর্সের পরিচালক এস এম মোর্শেদ বিপুল বক্তব্য রাখেন। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ১৪ জুন পর্যন্ত চলবে।