অপরিশোধিত পানি বাজারে, ৩ জনকে দণ্ড !

0
25

নিউজ ডেস্ক:

খাবার পানি পরিশোধন না করে বাজারজাত করছে অসাধু ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার এ রকম দুটি প্রতিষ্ঠান সিলগালা এবং ৩ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব জানায়, শুক্রবার সকালে পূর্ব নাখালপাড়া মহাখালী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পানি পরিশোধন না করে বাজারজাত করায় মেসার্স ম্যাক্স ট্রেড ইন্টারন্যাশনালকে ৩ লাখ টাকা, নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করায় ক্রিম ব্রেড অ্যান্ড কনফেকশনারিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকায় অপরিশোধীত পানি ব্যবসায়ী চক্রের মো. উজ্জল গাজী, মো. পারভেজ ও মো. তানভীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অপরিশোধিত পানি বাজারজাত করে আসছে বলে স্বীকার করেছে।