মুন্সীগঞ্জের সিরাজদিখান ঢাকা-মাওয়া রোড সংলগ্ন নিমতলা বাজারে অগ্নিকাণ্ডের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস। ১৫ ডিসেম্বর ২০২৪ সকাল ৯ ঘটিকায় সিরাজদিখানের নিমতলা বাজারে গণসংযোগ ও মহড়া কার্যক্রম শুরু করা হয়। শীতকালে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে।
অগ্নিপ্রতিরোধের অংশ হিসেবে সচেতনতা বাড়াতে এ গণসংযোগ পরিচালনা করা হয়। এ সময় সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ ইন্সপেক্টর আরিফ আনোয়ার ও অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আরিফ আনোয়ার ও অন্য কর্মকর্তা-কর্মচারীগণ নিমতলা বাজারে উপস্থিত হয়ে বাজারের সকল ব্যাবসায়ী ও আমজনতাদের একত্র করে অগ্নিকাণ্ডে করণীয় ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসলে কিভাবে সহযোগিতা করতে হবে সে সম্পর্কে তাদেরকে মহড়া ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
কোন রকম দুর্ঘটনার সম্মুখীন হলে সিরাজদিখান ফায়ার সার্ভিসের নাম্বার ও ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার যেন মুহূর্তে ফোন দিতে পারে সে বিষয়ে সবাইকে অবগত করেছেন।
গণসংযোগ বিষয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ, ইন্সপেক্টর আরিফ আনোয়ার বলেন, গণসংযোগ কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে করা হলেও শুধুমাত্র শীতকালকে সামনে রেখে আমরা ব্যাপকভাবে এই গণসংযোগ কার্যক্রমটি পরিচালনা করছি। যাতে করে মানুষের মাঝে অগ্নিদুর্ঘটনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়।